Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বকেয়া বেতনের দাবিতে সাভারে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সাভার (ঢাকা)উপজেলা সংবাদদাতা : বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে।
আজ সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জালেশ্বর এলাকায় জালাল আহমেদ নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।
এসময় বিক্ষোভ মিছিল করার কারণে মালিক পক্ষের পিটুনিতে দুই শ্রমিক আহত হয়েছে।
শিল্প পুলিশ জানায়, সকালে জালাল আহম্মেদ নিট কম্পোজিট কারখানার প্রায় তিন’শ শ্রমিক কারখানায় প্রবেশ করে মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করে। এ সময় বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করার কারণে দুই শ্রমিককে পিটিয়ে আহত করে মালিক পক্ষের লোকজন। পরে শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বেতনের দাবিতে রেডিও কলোনিতে ডিজি এম মনিরের বাস ভবন ঘেরাও করেন।
বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তফিজার রহমান।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ