বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠি জেলা সংবাদদাতা : বরিশাল ও ঝালকাঠি জেলার পরিবহন শ্রমিকদের বিরোধের জের ধরে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ আট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল থেকে বরিশালের সঙ্গে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার একাংশসহ আট রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় পরিবহন মালিকরা। এ ঘটনার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন রুটের যাত্রীরা।
জানা গেছে, তুচ্ছ বিষয়ে রুপাতলি বাস টার্মিনালে বরিশাল ও ঝালকাঠি পরিবহন শ্রমিকদের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়।
এর জের ধরে ঝালকাঠি পরিবহন শ্রমিকরা বরিশাল-ঝালকাঠি সড়কে কাচারিবাড়ি এলাকায় রাস্তায় ব্যারিকেট দেয়। এতে বরিশালের সঙ্গে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনার একাংশসহ আট রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, এটি দুই জেলার পরিবহন শ্রমিকদের সমস্যা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না ঘটে সেদিকে আমরা নজর রাখছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।