Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারদিন বন্ধ থাকার পর হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল শুরু

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : চার দিন বন্ধ থাকার পর হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল শুরু হয়েছে। সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের শ্রমিক নির্যাতনের প্রতিবাদে এই রুটে বাস চলাচল বন্ধ ছিলো। আজ সোমবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়।
হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলী জানান, বুধবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে হবিগঞ্জের বাসচালক জুনায়েদ মিয়ার সঙ্গে সিলেটের মিতালী পরিবহনের একটি বাসের চালকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন দুপুরে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের বাসচালক জুনায়েদ মিয়াসহ বাস শ্রমিকদের মারধর করে মিতালী পরিবহনের শ্রমিকরা। এতে হবিগঞ্জের পাঁচ শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ করে দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
তিনি আরও জানান, রোববার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী অংশ নেন। এ ছাড়াও হবিগঞ্জ থেকে জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজীব আলীসহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রমিকদের মারধরের ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আহত ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে সিদ্ধান্তের জন্য ২৬ এপ্রিল আবারও সভা ডাকা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ