Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালীর ব্যুরো : কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মো. শাকের (২৫) নামের এক যুবককে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে ছায়াভিটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শাকের সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোশারফ হোসেনের ছেলে। সে গত কয়েকদিন আগে সে যুবদল থেকে আওয়ামী লীগে যোগদান করেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিরাজপুর ইউনিয়নের ছায়াভিটি বাগান বাড়ী এলাকা দিয়ে বাড়ী যাওয়ার পথে একদল দূর্বৃত্ত শাকেরের ওপর হামলা চালায়। এসময় তারা শাকেরকে এলোপাথাড়ি পিটিয়ে, দুই পায়ে কুপিয়ে ও গুলি করে জখম করে পেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা শাকেরকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকেরকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, নিহতের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ও পায়ে গুলির চিহৃ রয়েছে। শাকের বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করার কারণে তাদের দলীয় কোন্দলে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ