পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তরুণী চিকিৎসককে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’ এর এক কার চালককে গ্রেফতার করা হয়েছে। গতকাল (রোববার) নগরীর ইপিজেড সংলগ্ন নিউমুরিং আবাসিক এলাকা থেকে ওই চালককে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার মিজানুর রহমান (৩৩) কুমিল্লা জেলার দাউদকান্দি বেপারীবাড়ী এলাকার মোঃ ইদ্রিস আলীর পুত্র। তিনি নগরীর বন্দর নিউমুরিং আবাসিক এলাকায় থাকেন। পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসলাম দৈনিক ইনকিলাবকে বলেন, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার শিকার ২৫ বছর বয়সী ওই তরুণী যাত্রীর বাসা বন্দরটিলা এলাকায়। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে সেখানে ইন্টার্নশিপ করছেন। গত মঙ্গলবার ওই চিকিৎসক মেডিকেল কলেজে যাওয়ার জন্য বের হয়ে পাঠাও কল করেন। পরে মিজানুর রহমান ওই যাত্রীকে তার গাড়িতে করে গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দেন বন্দরটিলা থেকে। কিন্তু বৃষ্টি ও যানজটের অজুহাতে সেই যাত্রীকে বিকল্প পথে নির্জন টোল রোডে নিয়ে যান। গাড়িটি পাহাড়তলী এলাকায় পৌঁছলে আকস্মিক গাড়ি থামিয়ে মিজানুর পেছনের আসনে ঢুকে যান। ওই সময় যাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
কিন্তু ওই চিকিৎসকের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে তিনি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন। এসময় তার ব্যাগ ও মোবাইল ফোন গাড়িতেই থেকে যায়। অবস্থা বেগতি দেখে গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান চালক। সেদিন রাতেই পাহাড়তলী থানায় অভিযোগ করতে যান ওই তরুণী। তবে এক পর্যায়ে অভিযোগ না দিয়েই ফিরে যান তিনি। শুরুতে পুলিশকে শুধু মোবাইল চুরির ঘটনা বললেও বিস্তারিত বলেননি তিনি।
পরে বিষয়টি পুলিশ জানতে পারে। তবে মোবাইল চুরির অভিযোগ পেয়েই পুলিশ ওই চালককে ধরতে চেষ্টা করে। এক পর্যায়ে চুরি যাওয়া মোবাইল ফোনটি ট্র্যাক করে নগরীর বন্দর নিউমুরিং আবাসিক এলাকা থেকে চালককে আটক করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে ওই চিকিৎসকের ব্যাগ ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।