Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার অগ্নি নির্বাপক পাইপে ইয়াবা!

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

এবার জ্বালানী তেলবাহী ট্যাংক লরীর অগ্নি নির্বাপক পাইপে পাওয়া গেল ৩৬ হাজার পিস ইয়াবা। র‌্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় চালক মোঃ ইসমাইলসহ (৩০) লরীটি আটক করা হয়েছে। শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, জ্বালানী তেল পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব লরীটির পিছু নেয়। এটি লোহাগাড়ার মেসার্স আলহাজ ইউসুফ এন্ড সন্স নামে পেট্রোল পাম্পের সামনে আসলে (ঢাকা মেট্রো-ন-৭৯৫৯) আটক করা হয়। চালক ইসমাইলকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তিনি লরীর অগ্নি নির্বাপক সিলিন্ডারের ভিতরে সুকৌশলে ইয়াবা লুকানোর কথা স্বীকার করে। পরে সেখান থেকে এক কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত লরীটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ