Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র, গণমাধ্যম ও সাইবার জগতের সুস্থ বিকাশের পক্ষে থাকুন : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

গণতন্ত্রের পাশে থেকে সাইবার অপরাধ রোধ ও মুক্ত গণমাধ্যমকে আরো বিকশিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা আইসিসিবিতে নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলের দুই বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও নিউজ টোয়েন্টিফোরের স্বত্বাধিকারী আহমেদ আকবর সোবহান, ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চ্যানেলটির নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদসহ গণমাধ্যমকর্মীবৃন্দের সাথে অনুষ্ঠানে কেক কাটেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চ্যানেলটির সকল কলাকুশলী ও কর্মকর্তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, খুব অল্প সময়েই চ্যানেলটি জনপ্রিয়তা পেয়েছে।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে প্রায় ১০ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিষ্ময়কর পরিবর্তন হয়েছে। অর্থনীতিতে ঈর্ষণীয় উন্নতি হয়েছে। এটাকে টেকসই করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ সময় প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে শুরু হওয়া নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের হাতে সম্মানসূচক ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ