Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-মার্কিন পররাষ্ট্রনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে প্রদেয় বাৎসরিক ইউএসএআইডির অনুদান ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হতে হ্রাস করে আগামী বছর ২১৯ মিলিয়ন মার্কিন ডলারে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন’
ওয়াশিংটন ডিসি ক্যাপটেন (অব.) মারুফ রাজু বলেন, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসের সাউথ এশিয়া বিষয়ক এক শুনানিতে এ কথা জনান হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাংলাদেশ বিষয়ক এই শুনানিতে সভাপতিত্ব করেন কংগ্রেসের এশিয়া এবং প্রশান্ত অঞ্চল বিষয়ক উপকমিটিরটির চেয়ারম্যান কংগ্রেসম্যান টেড ইয়োহো (রিপাবলিকান-ফ্লোরিডা)।
শুনানির শুরুতে কংগ্রেসম্যান টেড ইয়োহো বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভৌগলিক এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই অঞ্চল বিশেষ করে বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র নীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। বিগত দিনগুলোতে বাংলাদেশে গনতান্ত্রিক পরিবেশের অভাব, মানবাধিকার লংঘন এবং বিচার বহির্ভূত হত্যাকান্ডের মতো বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে । শুনানিতে বাংলাদেশের উপর প্রশ্ন রেখেছেন, মার্কিন কংগ্রেসের ফরেন এফেয়ার্স কমিটির র‌্যাংকিং মেম্বার ব্র্যাড শেরম্যান (ডেমোক্রাট -ক্যালিফোর্নিয়া) এবং কংগ্রেসম্যান স্কট পেরী (রিপাবলিকান-পেনসিলভানিয়া)।
তারা জানতে চান, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক এবং গণতান্ত্রিক অবস্থা কি। বিগত বছরগুলোতে অব্যাহত মার্কিন সাহায্যে বাংলাদেশ কতটুকু উন্নতি করেছে ,ইত্যাদি
এর জবাবে শুনানির ২য় সাক্ষী ইউএসএআইডি এর এশিয়া ডিভিশনের সিনিয়র ডেপুটি সহকারী প্রশাসক গেন্ডারিয়া স্টিল বলেন, বাংলাদেশ ইদানিং প্রভুত উন্নতি করলেও এখনও উচ্চ আয় কিংবা মধ্যম আয়ের দেশে পৌঁছাতে অনেক দেরী আছে। কিন্তু বাংলাদেশের বিগত নির্বাচন অবাধ ও সুষ্টু না হওয়ায় দেশে গনতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। আমরা আমাদের সহায়তার প্রায় পুরোটাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এবং গণতন্ত্র বিকশিত করতে ব্যায় করছি। কিন্তু অবাধ এবং অংশগ্রহন মুলক নির্বাচন না হলে বাংলাদেশের অগ্রগতি ব্যাপক ভাবে বাধাগ্রস্ত হবে। এ সময় তিনি বলেন, একারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে প্রদেয় বাৎসরিক ইউএসএআইডির অনুদান ৪০০ মিলিয়ন মার্কিন ডলার হতে হ্রাস করে আগামী বছর ২১৯ মিলিয়ন মার্কিন ডলারে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
শুনানির ১ম সাক্ষী মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র মন্ত্রী এলিস জি. ওয়েলস বলেন, ‘বাংলাদেশের প্রধান বিরোধী দল বিহীন গত নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় বর্তমান সরকারের বৈধতার ঘাটতি রয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আমার সাথে সাক্ষাত করতে আসলে, আমি এব্যাপারে মার্কিন সরকারের গভীর উদ্বেগের কথা জানিয়েছি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত মার্শা বার্নিকাটও বাংলাদেশে আগামী নির্বাচন অংশগ্রহনমূলক, অবাধ ও সুষ্টু অনুষ্ঠানের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তিনি মার্কিন সরকারের নীতি ও পলিসি বাস্তবায়ন করছেন বলে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে জানিয়েছেন বলে জানান। বাংলাদেশের দির্ঘকালীন বন্ধু এবং উন্নয়ন সহযোগী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিক ভাবে চায় বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।
উল্লেখ্য,বাংলাদেশের সা¤প্রতিক মেয়র নির্বাচনে ব্যপক অনিয়ম ও কারচুপির বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সংবাদ সম্বেলন করে অভিযোগ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস বিএনপির মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। সজীব ওয়াজেদ জয় আরো বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি হচ্ছে, অন্যকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো, তাই বার্নিকাটের বক্তব্যটি ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের বলে ধরে নেয়া যায়। অথচ মার্কিন কংগ্রেসে এই শুনানিতে মার্শা বার্নিকাটের সেই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন স্বয়ং মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জনাব জাহিদ এফ সরদার সাদী স্থানয় সময় শুক্রবার বিকেলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিন ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র মন্ত্রী এলিস জি.ওয়েলস এর সাথে সাক্ষাত করে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবস্থানকে কংগ্রেসে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাংলাদেশ বিষয়ক এই বিশেষ শুনানিতে কংগ্রেসম্যান টেড ইয়োহো (রিপাবলিকান-ফ্লোরিডা) এর নেতৃত্বে আরো অংশ নেন, কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান (ডেমোক্রাট-ক্যালিফোর্নিয়া), কংগ্রেসম্যান স্কট পেরী (রিপাবলিকান-পেনসিলভানিয়া), কংগ্রেসম্যান ডানা রোহরাবাসের (রিপাবলিকান-ক্যালিফোর্নিয়া), কংগ্রেসওম্যান এ্যান ওয়াগনার (রিপাবলিকান-মিসৌরী), কংগ্রেসম্যান গ্যারী কনোলী (ডেমোক্রাট-ভার্জিনিয়া), কংগ্রেসম্যান এ্যামি বেরা (ডেমোক্রাট-ক্যালিফোর্নিয়া )।



 

Show all comments
  • Md A Elias ২৯ জুলাই, ২০১৮, ৪:২৯ এএম says : 1
    আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই।
    Total Reply(0) Reply
  • জয়নুল আবেদীন ২৯ জুলাই, ২০১৮, ৪:৪১ এএম says : 1
    বাংলাদেশের দির্ঘকালীন বন্ধু এবং উন্নয়ন সহযোগী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিক ভাবে চায় বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।
    Total Reply(1) Reply
    • saif ২৯ জুলাই, ২০১৮, ৪:১৪ পিএম says : 4
      ভাই আমেরিকা কবে, বাংলাদেশের এত ভালো বন্ধু হয়ে গেল??? কোন আকাশে গুমান
  • হাফিজুর রহমান ২৯ জুলাই, ২০১৮, ৪:৪২ এএম says : 1
    সত্য কথা বললে অনেকেই সহ্য করতে পারে না।
    Total Reply(0) Reply
  • বাতেন ২৯ জুলাই, ২০১৮, ৪:৪৩ এএম says : 0
    বর্তমান বিশ্বে মার্কিনরা একটা বড় ফ্যাক্ট
    Total Reply(0) Reply
  • গোলাম মোস্তাফা ২৯ জুলাই, ২০১৮, ৪:৪৫ এএম says : 0
    আশা করি সরকার এই বিষয়টি বুঝবেন এবং সে অনুযায়ি পদক্ষেপ নিবেন
    Total Reply(0) Reply
  • MD Abu Taher ২৯ জুলাই, ২০১৮, ১:২৪ পিএম says : 0
    বাংলাদেশ নিজেই স্বনির্ভর হতে হবে, বিদেশীরা কেউ কিছু করবে না।
    Total Reply(0) Reply
  • parvaz ২৯ জুলাই, ২০১৮, ৫:৫২ পিএম says : 0
    akdom thik kotha
    Total Reply(0) Reply
  • Kasem ২৯ জুলাই, ২০১৮, ৬:০৪ পিএম says : 0
    desher jonno je ta valo seta e kora uchit
    Total Reply(0) Reply
  • Mohammed Kamal Uddin ২৯ জুলাই, ২০১৮, ৭:৩৪ পিএম says : 0
    Court of Canada said BNP is terrorist party so that party participate or not participate in election that doesn't carry any meaning.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ