Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারে দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 

মহেশপুর ছাত্রী ধর্ষণ
টাকার বিনিময়ে দলীয় লোকজন নিয়োগ অতঃপর ছাত্রী ধর্ষণ ও মারধরের ঘটনায় ফুসে উঠেছে মহেশপুর উপজেলার কয়েকটি সরকারী প্রাইমারি স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। মহেশপুর উপজেলা নেপা ইউনিয়নের ৬৪নং সেজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রহরী কাম দপ্তরী আশিকুজ্জামান বাবু পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে অভিভাবকরা ধর্ষক আশিকুজ্জামান বাবুর গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও স্কুল চত্বরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। এ সময় স্থানীয় নেপা ইউনিয়ন পরিষদের মেম্বর আলীম গাজী, সাবেক মেম্বর মশিয়ার রহমান ও প্রজন্মলীগের নেতা জাহিদ হাসানসহ শতাধীক অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে সেজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আশিকুজ্জামান বাবুর বিরুদ্ধে ধর্ষন মামলা হওয়ায় তিনি এখন প্রলাতক রয়েছে। তিনি বিষয়টি মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানকে অবহিত করেছেন বলে জানান। অভিভাবকরা প্রতিবাদ সভায় জানান, ধর্ষক বাবুকে স্কুল থেকে বহিস্কার করা না হলে সন্তানদেরকে আমরা আর সেজিয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার জন্য পাঠাবো না। এদিকে একই উপজেলার পুরন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী জসিম উদ্দীনের বিরুদ্ধে অশোভন আচরণ ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ তুলেছেন শিক্ষকরা। এ বিষয়ে স্কুলের সভাপতি কাইয়ুম আলী খান ও মহেশপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দপ্তরী জসিম উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ