Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা পুনর্গঠনে ১১০০ কোটি ডলার ব্যয় করবে ফোর্ড

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 নিজেদের ব্যবসা পুনর্গঠনে ১১০০ কোটি ডলার ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে মর্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মটরস। আগামী কয়েক বছরে এ অর্থ ব্যয় করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে। তবে কি ধরণের পরিবর্তন আনা হবে সে ব্যপারে কোম্পানি বিস্তারিত জানায়নি। কোম্পানি বর্তমানে স্বচালিত গাড়ি নির্মানে মনোনিবেশ করেছে। তাদের গবেষণা বলছে সামনের দিনগুলোতে গ্রাহকরা নিজেই চলতে সক্ষম এমন গাড়ি ব্যবহার করতে পছন্দ করবে। ব্যবসা পরিবর্তনে আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে এই ১১০০ কোটি ডলার ব্যয় হবে।
ফোর্ডের প্রধান অর্থ কর্মকর্তা বব শ্যাঙ্কস বলেন, ‘নিজেদের সম্পদ পুর্ন উদ্ধারে আমাদের দলকে কঠিন সব সিদ্ধান্ত নিতে হবে। এ ধরণের সিদ্ধান্তে আসতে সময় লাগে। আমাদের সিদ্ধান্ত নেয়া হয়ে গেলে আপনাদের আমরা জানাবো। -সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ