Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দুই নারীর লাশ উদ্ধার পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:৫২ এএম

রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ী এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- রামপুরায় জুলেখা আক্তার রত্মা (৪২) ও যাত্রাবাড়ীতে মিতা আক্তার রূপা (২২)। তাদের দু’জনকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
গতকাল সকালে রামপুরার বনশ্রী আবাসিক এলাকার জি ব্লকের একটি বাড়ির ৬ তলা থেকে রত্মার লাশ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, রত্মার গলায় দাগ দেখা গেছে। ঘটনার পর থেকে তার স্বামী জাহাঙ্গীর আলম পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। জুলেখার ইফতেখার রায়হান নামে ১৩ বছরের একটি সন্তান রয়েছে।
রত্মার ভাই শওকত আকবর জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বেতাগৈর গ্রামে। বাবার নাম মৃত রিয়াজ উদ্দিন। কলেজে পড়া অবস্থায় প্রেম করে একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীরকে বিয়ে করে সে। রত্মা গুলশান শাহজাদপুর এলাকায় সোলায়মান কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করে সংসার চালাত। তার স্বামী এখনো বেকার। আমরাও মাঝে মধ্যে টাকা দিয়ে সহায়তা করতাম। কিন্তু সব কিছু খেয়ে আমার বোনের উপরই নির্যাতন করত জাহাঙ্গীর। সর্বশেষ বুধবার সকালে রত্মা স্কুলে যাওয়ার সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তাকে গলাটিপে হত্যা করে বাইরে থেকে তালা মেরে পালিয়ে গেছে।
এদিকে, যাত্রাবাড়ী থেকে মিতা আক্তার (২২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়। পুলিশের ধারণা, ওই নারীকে তার স্বামী শ্বাসরোধে করে হত্যা করে থাকতে পারে। ঘটনার পর স্বামী ও শ্বশুর-শাশুড়ী পলাতক রয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই আলাউদ্দিন জানান, মিতা আক্তার যাত্রাবাড়ীর কাজলা এলাকার স্কুল গলির ব্লক-ডি/৯৪ নম্বর বাসার ৪র্থ তলা স্বামী সোহেল ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায় বলে জানা গেছে। এসআই আরও বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওইসময় স্বামী ও শ্বশুর-শাশুড়ীর কেউ বাসায় ছিল না। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। নিহত নারীর গলায় শ্বাসরোধ করে হত্যার ন্যায় চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে। নিহতের স্বজনদের খোঁজে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ