Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপতৎপরতা শিল্পখাতের অগ্রগতি ঠেকাতে পারবে না

ত্রিমাত্রিক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনকালে আমু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:৫২ এএম

তৈরি পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির শীর্ষ গুরুত্বপূর্ণ শিল্পখাত হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের উদীয়মান এ শিল্পখাত নিয়ে অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল এবং এখনও আছে। এখাতে আমাদের রফতানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগিরা তৎপর রয়েছে। তবে কোনো অপতৎপরতা বাংলাদেশের শিল্পখাতের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। 

শিল্পমন্ত্রী গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাক এবং চামড়া শিল্প সংশ্লিষ্ট ‘প্রিন্ট টেক বাংলাদেশ’ গারটেক্স বাংলাদেশ এবং ‘বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো’ ত্রিমাত্রিক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন (বিআইএএ) এবং লিমরা ট্রেড ফেয়ারস্ অ্যান্ড এক্সিবিশনস্ (প্রা:) লিমিটেড যৌথভাবে এর আয়োজন করে।
বিআইএএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বগুড়া পল্লি উন্নয়ন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম খান, বিএফএলএলএফইএ’র প্রতিনিধি শাহজালাল মজুমদার, বিজিএপিএমইএ’র সভাপতি মোঃ আব্দুল কাদের খান, বিইএমইএ’র সভাপতি মোঃ শাহনেওয়াজ চৌধুরী, বাংলাদেশ কটন এসোসিয়েশনের সভাপতি মেহেদী আলী, বাংলাদেশ সাইন ম্যাটারিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইম্পোর্টারস্ এসোসিয়েশনের সভাপতি হোসেন মোহাম্মদ ইমরান এবং লেদার ইঞ্জিনিয়ারস এন্ড টেকনোলজিষ্ট সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এ কে এন মুশফিকুর রহমান বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী বলেন, বহির্বিশ্বে স্বার্থান্বেষী মহলের নেতিবাচক প্রচারণা সত্তে¡ও বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। বাংলাদেশ এখন তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। একইভাবে উদ্যোক্তাদের দৃঢ়তায় বাংলাদেশি চামড়া শিল্পখাত অব্যাহত প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। গত এক দশকে আমাদের জুতা রপ্তানির পরিমাণ ৭ গুণ বেড়েছে। সদ্য বিদায়ী অর্থবছরে বাংলাদেশ জুতা রপ্তানির লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশে^র ১৩টি দেশ থেকে তৈরি পোশাক ও চামড়া শিল্প সংশ্লিষ্ট ২শ’ ২৩টি শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সাড়ে ৪ শতাধিক স্টলে এসব প্রতিষ্ঠান নিজেদের উৎপাদিত পণ্য, প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করছে। এটি শিল্প কারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তির স্থানান্তরে মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও চামড়া শিল্পখাতের গুণগত পরিবর্তনে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ