Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টার্কি পালনে ঋণ দেবে ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

দেশে ক্রমশ জনপ্রিয় হওয়া টার্কি (মুরগির মতো দেখতে এক ধরনের বিদেশি পাখি) পালনে এখন থেকে ঋণ দেবে ব্যাংকগুলো। টার্কি খামারিদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লি ঋণের নতুন নীতিমালায় এই পাখি পালনে ঋণ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, একদিন বয়সের টার্কির বাচ্চা ক্রয় করে পালনের জন্য ব্যাংকগুলো এখন থেকে ঋণ দেবে। তবে টার্কি পালনের জন্য ঋণ নিতে হলে খামারির নিজস্ব জমি থাকতে হবে এবং সেখানে শেড নির্মাণ করতে হবে। এক হাজার টার্কি পালনে ব্যাংক সর্বোচ্চ ১২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ঋণ গ্রহীতা নির্বাচনের ক্ষেত্রে নারী খামারিদের অগ্রাধিকার দিতে হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণ গ্রহীতা ছয় মাস গ্রেস পিরিয়ড পাবেন। ঋণ গ্রহীতাকে ৩৬-৫৪ মাসের মধ্যে (গ্রেস পিরিয়ডসহ) ঋণ সমম্বয় করতে হবে। ব্যাংকের শাখাগুলো এই খাতে ঋণের তথ্য সংরক্ষণ করবে। প্রয়োজনবোধে বাংলাদেশ বা সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করবে।
তবে এক হাজার টার্কির বাচ্চা পালনে অবকাঠামোগত ব্যয়ে নেওয়া এই ঋণ কৃষিঋণ হিসাবে বিবেচিত হবে না বলেও উল্লেখ করা হয়েছে এই নীতিমালায়।
প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরের ২১ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ অনুসারে, অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ ঋণ বিতরণ করতে হবে শস্য খাতে, নূন্যতম ১০ শতাংশ মৎস্য খাতে এবং প্রাণিসম্পদ খাতে ১০ শতাংশ বিতরণ করতে হবে।
আর ব্যাংকগুলোর নির্ধারিত লক্ষ্যমাত্রার বাইরে বাংলাদেশ সমবায় ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ৯৬১ কোটি টাকার কৃষি ও পল্লীঋণ বিতরণ করবে। উন্নয়ন সংস্থা ব্র্যাক বিতরণ করবে ৬০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার ৫২ শতাংশ বিতরণ করবে বেসরকারি খাতের ব্যাংক। সরকারি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে ৩০ শতাংশ, বিশেষায়িত ব্যাংক বিতরণ করবে ১৫ শতাংশ ও বিদেশি ব্যাংক বিতরণ করবে ৩ শতাংশ ঋণ।



 

Show all comments
  • robisankar chowdhury ২৭ জুলাই, ২০১৮, ৭:৪১ পিএম says : 0
    আমি ব্যাক ব্যংক থেকে আগে একবার মুরগীর খামারের জন্য লোন নিয়েছিলাম আমি একদিনের জন্য তারিখ মিস করিনি।দীঘঁদিন তারা খামার ভিওিক লোন বনধ রাখে।বত্ঁমানে আমার ৫০০০ মুরগীর খামার আছে আমার শেডগুলো নিজের।আৃমার নিজের কিছু টাকা এবং বাকিতে মাল কিনে মুরগী রেডি হলে তাদের পরিশোধ করি ।ব্যংকে সত্য বলার পর Brack bank আমাকে বলে আমার নিজের ১০ লাখ টাকা থাকলে তারালোন দিতে পারবে। তাহলে আমরা কিভাবে লোন পাবো।আমিআগে যথালোন পরিশোধ করিয়াছি।ভালো লোকেরা কেন লোন পাবো না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঋণ

২১ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ