Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ আনুষ্ঠানিক ভাবে বন্ধ হচ্ছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ওষুধ কোম্পানি গø্যাস্কোস্মিথক্লাইনের (জিএসকে) কারখানা আজ বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হবে বলে অভিযোগ করেছে গø্যাস্কোস্মিথক্লাইন এমপ্লয়িজ ইউনিয়ন। প্রতিষ্ঠানটির ব্যবসায় বাংলাদেশ থেকে গুটিয়ে নেওয়ার জন্য তৎপরতা চলছে বলেও অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উঠে আসে।
সংবাদ সম্মেলনে গø্যাস্কোস্মিথক্লাইন এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি মো. ইলিয়াছ এবং সাধারণ সম্পাদক মো. আজমের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, গø্যাস্কোস্মিথক্লাইন জীবন রক্ষাকারী ওষুধ ও পুষ্টিকর খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে চট্টগ্রামের ফৌজদারহাট শিল্প এলাকায় এটি প্রতিষ্ঠিত হয়। ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, এই লাভজনক শিল্প প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে তাদের ব্যবসায় গুটিয়ে নেওয়ার জন্য দেশি-বিদেশি নানা মহল তৎপর হয়ে উঠেছে। তাদের তৎপরতার অংশ হিসেবে গø্যাস্কোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের সাম্প্রতিক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোম্পানিটির বাংলাদেশের কারখানায় উৎপাদন ও উৎপাদিত পণ্য বিক্রয় কমিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই এ কারখানার প্রয়োজনীয় কাঁচামাল আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। আবার উৎপাদিত অনেক ওষুধ গুদামজাত থাকার পরও এবং বাজারে চাহিদা থাকা সত্ত্বেও তা বাজারজাত করা হচ্ছে না। কোম্পানিটির ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত প্রায় দেড় শ’ শ্রমিককে বিনা বেতনে বসিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের ধারণা বিদেশি পরিচালক (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায় গুটিয়ে নেওয়ার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত।
ইউনিয়নের সাধারণ সম্পাদক আজম বলেন, ২২ জুলাই থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। আর জুন থেকে উৎপাদনের জন্য কাচামাল কেনা সম্পূর্ণ বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, আমরা আশঙ্কা করছি আজ ২৬ জুলাই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কোম্পানিটির উৎপাদন বন্ধ করা হবে। এদিকে, কোম্পানিটির কারখানা দেশের আরেক ওষুধ কোম্পানি ইনসেপ্টা কিনবে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে। এরই মধ্যে গø্যাক্সোর কারখানা কেনার জন্য ইনসেপ্টার সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারখানা

২৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ