বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর এলাকার লালুয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শওকত হোসেন বিশ্বাস (তপন) ঘোড়া প্রতীক নিয়ে ৪৭৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জসিম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ৩৭৭৩ ভোট পেয়েছেন । বুধবার সকাল থেকে কখনও মেঘ, কখনও বৃষ্টি। এমন বৈরি আবহাওয়া উপেক্ষা করে ভোটারদের ব্যাপক উপস্থিতিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।
লালুয়ার বাঁধভাঙ্গা জনপদের ভোটারদের উৎসাহ, উদ্দীপনা এবং উপস্থিতির মধ্য দিয়ে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রিজাইডিং অফিসারদের দেয়া তথ্য মতে এখানকার মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮১৫। মোট প্রাপ্ত ভোট নয় হাজার নয় শ’ ৩৪ ভোট। ভোট প্রদানের শতকরা হার ৮৪ ভাগ। নির্বাচনে চার জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ মেম্বার পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধী ছিলেন। নির্বাচনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। ছিল প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবির উপস্থিতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।