বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে। ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে এ মামলা করা হয়। চবি ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখারুল ইসলাম গতকাল বাদী হয়ে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারি মডেল থানার ওসি বেলাল ইদ্দিন জাহাংগীর ইনকিলাবকে বলেন, ছাত্রলীগ নেতার এজাহারটি যাচায় বাছায় শেষে সোমবার রাতে মামলা হিসেবে রেকোর্ড করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে একই অভিযোগ এনে মাইদুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাকে চাকরিচ্যুতির দাবি জানিয়ে চবি ভিসি বরাবর স¥ারকলিপিও দেয় ছাত্রলীগ। তবে আনীত সব অভিযোগ অস্বীকার করে মাইদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আমি কখনই কটূক্তি করিনি। আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী আমিও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। কিন্তু কোটা সংস্কারের পক্ষে কথা বলায় ছাত্রলীগ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
ঊল্লেখ, ছাত্রলীগের হুমকির কারণে ১৫ জুলায় থেকে মাইদুল ইসলাম ক্যাম্পাসছাড়া। নিরাপত্তা চেয়ে চবি প্রশাসনের কাছে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ১৪ জুলাই চবি ছাত্রলীগের এক নেতার ফেসবুক পেষ্ট তার নজরে আসে। সেখানে তার ও পরিবারের সদস্যদের ছবি দিয়ে হুমকি দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।