Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে- মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ৪:৫৬ পিএম | আপডেট : ৫:২৬ পিএম, ২৪ জুলাই, ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলন সংগ্রাম কোন ব্যক্তি বিশেষকে বা কোন দলকে ক্ষমতায় আনার জন্য নয়। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার কে ফিরিয়ে আনার জন্য। তাই সমস্ত রাজনৈতিক দলকে এবং সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দানব সরকারকে পরাজিত করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে এই কথাগুলো বলছেন কেন? আপনারা এতো ভয় পেয়েছেন কেন? এতো ভীত হয়েছেন যে, মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে সম্পূর্ণভাবে বোকা বানিয়ে আপনারা মনে করেন পার পেয়ে যাবেন। জনগণ এখন আর বোকা নয়, তারা এখন সব বোঝে।

তিনি বলেন, আমরা যেকোনো সভা করার আগে এখন ভয় পাই। কেন ভয় পাই জানেন? ওই যে ব্লেম গেম। ওরাই পটকা মেরে বলবে আমরা পটকা মেরেছি। এটাই হচ্ছে সমস্যা। এই সরকার এই গেমগুলো খুব ভালো জানে। তারাই এ খেলা খেলে অভ্যস্ত।

খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দেওয়ার পর আপিল বিভাগ সেই জামিন আটকে দিয়েছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের কার উপর কিভাবে আস্থা রাখবো। হাইকোর্ট জামিন দেওয়ার পর আপিল বিভাগ আটকে রাখলেন। আমরা বিচার বিভাগের এই আদেশগুলোর মধ্যে সরকারের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি।

এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা জনবিরোধীসরকার। কারণ তারা নির্বাচিত সরকার নয়। এই আওয়ামী লীগ সরকারে থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না, তা প্রমাণ হয়ে গেছে। কাজেই আগামী নির্বাচনের সময় অবশ্যই নিরপেক্ষ সরকার থাকতে হবে।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মুস্তফা, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।



 

Show all comments
  • ২৪ জুলাই, ২০১৮, ৫:৫৭ পিএম says : 0
    Banglar Mosnoday boshtai hobay .......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ