Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে পাবিপ্রবি’র কর্মচারীদের দিনব্যাপী বিক্ষোভ

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯০ জন কর্মচারী রবিবার নিয়োগ স্থায়ী করার দাবিতে প্রায় দিনব্যাপী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ কর্মচারীরা বিজ্ঞান ভবনে ড. প্রফেসর ওয়াজেদকে অবরুদ্ধ করে রাখে। দুই ও তিন বছর যাবৎ তারা মাস্টার রোলে কাজ করে যাচ্ছেন । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় এখনও চাকই স্থায়ী হয়নি। ফলে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে পাবিপ্রবি’র রেজিষ্টার বিজন কুমার সাংবাদিকদের বলেন, ‌'অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করণের জন্য ইউনির্ভাসিটি মঞ্জুরী কমিশনকে পত্র দেওয়া হয়েছে। কোন সিদ্ধান্ত না আসায় স্থায়ী করা যাচ্ছে না।' তিনি আশা করেন খুব শিঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত পাওয়া যাবে। এদিকে, কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক ফয়সাল আহমেদ সাংবাদিকদের জানান, তারা দুই ও তিন বছর যাবৎ পাবিপ্রবিতে কাজ করছেন। তাদের চাকরি স্থায়ী করণের ক্ষেত্রে কোন সার্কুলার দেওয়া হচ্ছে না। দেরি হওয়ার কারণে কারও চাকরির বয়সসীমা পার হয়ে যেতে পারে। অনতিবিলম্বে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ