Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কালীগঞ্জে স্কুলছাত্র ফয়সাল ৩ দিন ধরে নিখোঁজ

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামে স্কুল ছাত্র ফয়সাল আহম্মেদ ৩ ধরে নিখোঁজ রয়েছে। বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ফয়সাল ওই গ্রামের শহিদুল ইসলাম সন্টুর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দুপুর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ফয়সালের বাবা কালীগঞ্জ থানায় আজ রোববার একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৮২৫, তারিখ:১৭/০৪/২০১৬ ইং। ফয়সালের বাবা শহিদুল ইসলাম সন্টু জানান, গত ১৫ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বানুড়িয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক যায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে ফয়সালের উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পরনে কালো স্টিজ কাপড়ের প্যান্ট ও লাল খয়েরি হাফ শাট রয়েছে। ছেলেটির সন্ধান পাইলে ০১৯২২১৩৭৩৩৭ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার বাবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ