Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে চাঞ্চল্যকর শিশু আবতাহির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : শিশুহত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, শিশু আবতাহির হত্যাকারিদের দ্রুত ফাঁসি চাই, শিশু নির্যাতন বন্ধ কর, আর কোন শিশু হত্যার শিকার না হয় এমন বিভিন্ন প্রে কার্ড নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হিলিতে মানববন্ধন কর্মসুর্চী পালন করেছে।

হিলি পোর্ট সংলগ্ন চারমাথায় এই মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

দিনাজপুরের হিলি সীমান্তের মুহাড়াপাড়া থেকে সোমাবার সকালে অপহরন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরনবারীরা।
পরে পুলিশ ৩৬ ঘণ্টা পর আবতাহি আল রশিদ নামের চার বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার ও ঘটনার ঊল হোতা সামিউল ইসলাম (১৮) ও তার পিতা আমজাদ হোসেনকে আটক করে।

এঘটনায় নিহতের পিতা মামুনুর রশিদ আজাদ বাদি হয়ে প্রতিবেশী আমজাদ হোসেন, স্ত্রী সানোয়ারা বেগম ও ছেলে সামিউল ইসলামকে প্রধান আসামী করে একটি হত্যামামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ