বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনার মদন উপজেলার জয়পাশা গ্রামে আজ রোববার সকালে বজ্রপাতে নিয়ামত উল্লাহ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিয়ামত উল্লাহর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। আহত ব্যক্তিরা হলেন আশুগঞ্জের আনিছ মিয়া (৩২), জামাল উদ্দিন (৩২), এখলাছ উদ্দিন (৩৫), শাহীন মিয়া (২৮) ও মদনের তিয়শ্রী ইউনিয়নের বৈঠাখালী গ্রামের সরল মিয়া (২৪)। সবাই মদনের জয়পাশা গ্রামে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার জয়পাশা গ্রামে ইটভাটায় কাজ করার সময় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ওই ইটভাটায় কাজ করার সময় নিয়ামত উল্লাহ, আনিছ মিয়া, জামাল উদ্দিন, এখলাছ উদ্দিন, শাহীন মিয়া ও সরল মিয়া আহত হন। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিয়ামতকে মৃত ঘোষণা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।