Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুপ্তধনের খোঁজে খননকাজ স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর মিরপুরের একটি বাড়িতে গুপ্তধনের খোঁজে গত শনিবার সকাল থেকে খননকাজ শুরু হয়ে বিকেলে শেষ হয়েছিল। দীর্ঘ পাঁচ ঘন্টা খননকাজ চলার পরেও কোন কিছু না পেয়েই ওইদিনের মতো কাজ স্থগিত করে সংশ্লিষ্ট কতৃপক্ষ। কথা ছিল, গতকাল সকাল থেকে আবারও খননকাজ শুরু করা হবে। কিন্তু গতকাল খননকাজ শুরু না করে বরং অনির্দিষ্টকালের জন্য খনন স্থগিত ঘোষণা করেছেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে খননকাজ স্থগিত ঘোষণা করে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভবনটি অনেক পুরনো। এর ভেতরে কাজ করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের দ্বারা ভবন ও মাটি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সেখানে খননকাজ করলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। পরীক্ষা-নিরীক্ষার পর গুপ্তধন থাকার বিষয়টি নিশ্চিত হয়ে আবারও খনন শুরু করা হবে। সে পর্যন্ত বাড়িটি পুলিশ হেফাজতে থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুপ্তধনের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ