Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি অডিও ক্লিপে প্রচারণায় ভিন্নমাত্রা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে বিএনপির পথসভায় বোমা হামলার ঘটনায় জেলা বিএনপিসাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুসহ কয়েকজন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। এনিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। গতকাল দুপুরে আরএমপির কমিশনার তার দপ্তরে সংবাদকর্মীদের জানিয়েছেন আটক মন্টু ঘটনার দায় স্বীকার করেছে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্টু সব খুলে বলেছেন বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার।
তিনি জানান, এই বোমা হামলাটি যে তাদের লোকজনই করেছিল, সেই ঘটনাটি মন্টু মুঠোফোনে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে জানিয়েছেন। আর এই কথাটিও স্বীকার করেন মন্টু।
পুলিশ কমিশনার আরো বলেন, বিএনপি নেতা মন্টুকে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটিতেই গ্রেফতার দেখানো হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে তার রিমান্ডেরও আবেদন করা হবে।
বুলবুলের প্রতিবাদ
রাজশাহীতে পথসভায় বোমা হামলা নিয়ে বিএনপির দুই নেতার কথোপকথন তথ্যপ্রযুক্তির কারসাজি বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। রোববার নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন। বুলবুল বলেন, ‘এ নির্বাচন তো আমরা ষড়যন্ত্রের মধ্যে করছি। তথ্যপ্রযুক্তির যুগে এ ধরণের অডিও বিশ্বাসযোগ্য নয়। মানুষ সেটি বিশ্বাস করে না। এটিও একটি ষড়যন্ত্র। তিনি বলেন, ‘নেতাকর্মীদের গণগ্রেফতার করে বিএনপিকে ঠেকানো যাবে না। বিএনপি মাঠে থেকে নির্বাচন করবে এবং ৩০ তারিখে ভোট জোয়ারের মাধ্যমে ধানের শীষ বিজয়ী হবে।’
এ সময় বুলবুলের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব, মহানগর বিএনপিসাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সাবেক এমপি জাহান পান্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে বলে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বুলুবলের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপু। এতে পরোয়ানা ছাড়া জেলা বিএনপিসাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ আনা হয়েছে।
লিটনের মন্তব্য
বিএনপির দুই নেতার কথোপকথনে রাজশাহীতে তাদের পথসভায় বোমা হামলায় নিজেদের দলের নেতাকর্মী জড়িত থাকার বিষয়টি প্রকাশ পাওয়ায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
গতকাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের হেতেমখাঁ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের বিজয় বুঝতে পেরে শুরু থেকেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপির পথসভায় হাতবোমা হামলার ঘটনায় জেলা বিএনপিসাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে পুলিশ গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার ব্যাপারে বিএনপি নেতাদের কথপোকথনের অডিও ক্লিপও পেয়েছেন। এ ব্যাপারে প্রশাসনই ব্যবস্থা নেবে। লিটন মনে করেন, জনগণের সহমর্মিতা অর্জন করতে বিএনপি পরিকল্পিতভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু এর মাধ্যমে প্রমাণিত হলো বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। গতকাল সকালে হেতেমখাঁ ছোট মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর এ ওয়াডের ডাক্তারের মোড়, কলাবাগান, বিলশিমলা এলাকা এবং ১১ নম্বরের হেতেমখা কাঁচাবাজারসহ আশপাশের এলাকায় তিনি গণসংযোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি করপোরেশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ