Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:০৮ পিএম, ১৭ এপ্রিল, ২০১৬

কুমিল্লা স্টাফ রিপোর্টার : কুমিল্লায় লিমন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। লিমন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। শনিবার দুপুর থেকে লিমন নিখোঁজ ছিল।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিমনের বাবা আবুল কাশেম জানান, শনিবার দুপুর থেকে লিমনকে (৮) খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে লিমনের ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বরুড়া থানার ওসি আসলাম শিকদার জানান, প্রাথমিকভাবে শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ