Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিক সমাজের অনেকেই বিক্রি হয়ে গেছেন

মতবিনিময়ে বদিউল আলম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

বাংলাদেশের নাগরিক সমাজের অনেকেই বিক্রি হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, বাংলাদেশের নাগরিক সমাজ এখন দুরবস্থায় আছেন। সমাজের বর্তমান দুরবস্থার জন্যে নাগরিক সমাজই দায়ী। নিজেদেরকেও আয়নার সামনে দাঁড়ানো উচিৎ। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রবাসী সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
সাংবাদিক মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিউ ইয়র্কের নজরুল একাডেমির সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল। উপস্থিত ছিলেন এম এ মালেক, শেলী জামান খান, রেজা রশীদ, আবু বকর হানিপ, মিনহাজ আহমেদ সাম্মু, মঞ্জুর আহমেদ, লাবলু আনসার, আকবর হায়দার কিরণ, তাসের খান মাহমুদ প্রমূখ। নাগরিক সমাজের মধ্যে বিভাজনের বিষয়টি তুলে ধরে ড. বদিউল আলম বলেন, লেনদেনের প্রশ্নে নাগরিক সমাজের লোকজনও অনেকেই বিক্রি হয়ে গেছেন। নাগরিক সমাজও এখন দলগতভাবে বিভক্ত। বিএনপির নাগরিক সমাজ এবং আওয়ামী লীগের নাগরিক সমাজ। তিনি বলেন, আপনি যদি ক্ষমতায় থাকেন, অর্থাৎ ক্ষমতাসীনদের সাথে থাকলে, তাদের সাথে সুর মেলালে, তাদের দলে থাকলে আপনি সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আর যদি আপনি তা না করেন, তাহলে আপনার যা প্রাপ্য, ন্যায্য অধিকার, তা থেকেও বঞ্চিত হবেন। সহজভাবে বলা যায়, এখন কারও সুদিন, আবার কারও দুর্দিন। কেউ কেউ আবার সুদিনের জন্যে রং পরিবর্তন করে। অর্থাৎ বসন্তের কোকিল। দেশের বিচার বিভাগ নিয়ে হতাশা প্রকাশ করে সুজন সম্পাদক বলেন, বাংলাদেশের নিম্ন পর্যায়ের বিচার ব্যবস্থা ভেঙ্গে খান খান হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর দেশত্যাগের ঘটনাবলিতে অনেক কিছুর ইঙ্গিত পাওয়া যায়। এমন অবস্থার উত্তরণ ঘটাতে সকলকে একযোগে কাজের বিকল্প নেই। পরবর্তী একাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন বদিউল আলম। তিনি বলেন, সরকার যদি সহায়তা না করে, তাহলে কোনো কমিশনই, তারা যত ন্যায়নিষ্ঠার সাথেই দায়িত্ব পালনের চেষ্টা করুক না কেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে না। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, ভোটের পর যেন সংঘাত না হয়, সেজন্য দলগুলোকে একটি চুক্তিতে আসার দরকার। ##



 

Show all comments
  • Nannu chowhan ২২ জুলাই, ২০১৮, ৩:৩১ পিএম says : 0
    Shomaje proshashone pochon dhore ebong mrukkho lovi lojjahin bektittohin lokera jokhon khomotai lomba shomoy oboidhovabe shashon kore tokhon shomajer shobo storei ihar protifolon dekha jai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ