রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলা জেলার লালমোহন পৌরসভার ৬৬ মিটার গার্ডার ব্রিজের ঢালাই ও ড্রেনের কাজের উদ্বোধন করলেন এমপি শাওন।
গতকাল সকাল ১০ টায় লালমোহন পৌরসভার লঞ্চ ঘাটের ৫ নং ও ৯ নং ওয়ার্ডের কানেকটিং ব্রিজের ঢালাই কাজের উদ্বোধন করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে নির্মীত এই ব্রিজ নির্মানের ফলে লালমোহন পৌরসভার মানুষের দীর্ঘদিনেন স্বপ্ন পুরুন হবে।
বন্ধ হবে নৌকা দিয়ে যাতায়াত। এল জি ই ডি লালমোহন পৌরসভা ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ সম্পন্ন হবে বলেন জানান পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন। এ ছাড়া তিনি ওয়েস্টার্ন পাড়ায় ৬৬ লাখ ও হাসপাতালের সামনে ৩২ লাখ টাকা ব্যায়ে ড্রেনের কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ব বনিক, সহকারী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ইমাম হোসেন হাওলাদার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জুলফিকার আহমেদ, বিশিস্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল বসার মিয়া, সেলিম মেম্বারসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।
এ ব্যাপারে উক্ত প্রকল্পের পরিচালক প্রকৌশলী কামরুল আহসান জানান এ প্রকল্পের আওতায় লালমোহনে ২২ কোটি ৮৮ লাখ টাকার কাজ চলমান। কাজগুলো যাতে মান বজায় রেখে ও সিডিউল মোতাবেক হয় তা নিশ্চিত করার লক্ষ্যে আমি নিজে সরজমিনে গিয়ে তদারকি করছি। পরে দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা কায়াফ সাহেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।