বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ও র্যাব। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত পরিচালিত বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৮৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮৬ গ্রাম ৬৮০ পুরিয়া হেরোইন, ১ কেজি ২৬৫ গ্রাম ৮২ পুরিয়া গাঁজা ও ১২ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৪৫টি মামলা করা হয়েছে।
গতকাল বংশাল থানাধীন ডিআইটি ও সামসাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯৭২ পুরিয়া হেরোইন, ১০৩ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এদিকে, ডিবি উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান জানান, বুধবার দুপুরে উত্তরার রাজলক্ষী শপিং এলাকার ১৮ নম্বর রোড থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলোÑআবুল বাশার ও রতন মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাবের অভিযানে আটক ৩৭: এদিকে গতকাল ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে। র্যাব জানায়, দুই ঘন্টার অভিযানে ১০০ জনকে আটক করা হয়েছিল। পরে যাচাই বাছাই শেষে দুই নারীসহ ৩৭ জনের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। দুই নারীর মধ্যে একজন নাগিনা। তিনি জেনেভা ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে পাচুর স্ত্রী। গত ৮ জুন পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে জয়নাল ও তাঁর আরেক স্ত্রী ফারহানা আক্তার ওরফে পাপিয়াকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট গ্রেফতার করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।