রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর সদর উপজেলার রুইয়েরভাগ এলাকায় গোপন মিটিং করা অবস্থায় ৩ জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-০৫। এ সময় উদ্ধার করা হয়েছে ৫টি জিহাদী বই মোবাইল ও সিম কার্ড। আটককৃতরা হলেন জেলার গুরুদাসপুর উপজেলার মহারাজপুর এলাকার জাহিদুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলার গোনাইহাটি এলাকার আমজাদ হোসেন ও লালপুর উপজেলার চৌষডাঙ্গা এলাকার জহির উদ্দিন।
র্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গত বুধবার দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার রুইয়েরভাগ এলাকার একটি আম বাগানে জেএমবির সদস্যদের গোপন বৈঠক চলা অবস্থায় র্যাব-০৫ এর সদস্য অভিযান চালায়। এ সময় জেএমবির এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা বাকি ৮/১০জন সদস্য পালিয়ে যায়। গ্রেফতার কৃতরা নাটোরে জেএমবির কার্যক্রম বৃদ্ধির জন্য বৈঠক করছিলো জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।