Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : শহরের পুনিয়াউটে আকরাম হোসেন পিটু (২৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার সকাল ৯টায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।নিহত পিটু কাজীপাড়া মহল্লা হুমায়ুন মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায় , পিটু তার স্ত্রী নাসিমা আক্তার শান্তাকে নিয়ে পুনিয়াউট রেলগেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। আজ সকালে নিহতের স্ত্রী শান্তার চিৎকারে এলাকাবাসী পিটুকে তার নিজ ঘর থেকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুর রহমান জানান, এ ঘটনায় পিটুর স্ত্রী নাসিমা আক্তার শান্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ