বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল এর ১৮তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী আজ (১৬ জুলাই)। নির্মম এই হত্যাকাÐের ১৮ বছর পার হলেও অদ্যাবধি এর বিচার সম্পন্ন হয়নি। হয়নি সাংবাদিক সমাজের দাবি মোতাবেক হত্যা মামলাটির পুনঃ তদন্ত। প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে দৈনিক জনকন্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন। প্রেসক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়নসহ ও সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে বহুবারই দাবি তোলা হয়, আবেদন নিবেদন করা হয় পুরনো বিতর্কিত তদন্ত বাতিলপূর্বক মামলাটি পুনঃতদন্তের। ওই চার্জশীটে কয়েকজন সাংবাদিককেও জড়ানো হয়। তদন্তেরও রয়েছে অনেক অসংগতি।
এদিকে, শামছুর রহমানের ১৮তম হত্যাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। জেইউজে’র অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।