বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : সাভারে শ্রমিকবাহী বাস চাপায় রুবেল মিয়া (২১) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো অন্তত ১০ শ্রমিক। আজ সকালে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের কলমার ডাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা রোড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ওই গার্মেন্টসের শ্রমিকরা।
নিহত গার্মেন্টস শ্রমিক দিনাজপুর জেলার হাকিমপুর থানার পাঠানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।সে সাভারের ভাটপাড়া এলাকায় বসবাস করে আশুলিয়ার পুর্বসদরপুর সামিয়া গার্মেন্টস আয়রন ম্যান হিসেবে কাজ করতো।
শ্রমিকরা জানায়, সকালে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে শ্রমিকবাহী একটি বাস আশুলিয়ার পূর্বসদরপুর সামিয়া গার্মেন্টসে রওয়ানা দেয়। পরে বাসটি কলমার ডাল এলাকায় পৌঁছলে অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে শ্রমিকবাহী বাসের গেটের সামনে থাকা গার্মেন্টস শ্রমিক রুবেল বাসের নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সে নিহত হয়। আহত হয় এসময় অন্তত আরো ১০ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আজকের জন্য সামিয়া গার্মেন্টস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পুলিশ এসময় শ্রমিকবাহী বাসের চালককে আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।