Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের নাটকে জুটি হলেন তৌকীর আহমেদ ও মৌসুমী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 আগামী ঈদুল আযহার একটি টেলিফিল্মে জুটি হয়ে অভিনয় করছেন তৌকীর আহমেদ ও মৌসুমী। শ্রাবণ চক্রবর্তী দিপু’র রচনায় ও নির্দেশনায় ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মে তারা অভিনয় করেছেন। গল্পে দেখা যাবে বর্ষা ধনী বাবার একমাত্র মেয়ে। ভালোবেসে বিয়ে করে সাধারণ এক ছেলে অপুকে। কিন্তু অপুকে বিয়ে করার কারণে বাবার বাড়ি থেকে সারাজীবনের জন্য চলে আসতে হয় বর্ষাকে। সংসার জীবনে পথ চলতে চলতে এক সময় অপু বর্ষাকে এড়িয়ে চলতে শুরু করে। বর্ষার জীবন থেকে অপু নিজেকে চিরদিনের জন্য সরিয়ে নিতে চায়। তৌকীর আহমেদ বলেন, ‘দিপুর লেখা গল্পটাই মূলত আমাকে প্রথম এই কাজটি করতে আগ্রহ জন্মায়। মৌসুমীর সঙ্গে আমার খুব কম কাজ করা হয়েছে। নিঃসন্দেহে মৌসুমী একজন বড় মাপের অভিনেত্রী। যেহেতু গল্পটার মধ্যে আবেগের বিষয় আছে, তাই আমার এবং মৌসুমীর আন্তরিক অভিনয়ের মধ্যদিয়ে সেই আবেগ যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ মৌসুমী বলেন, ‘তৌকীর ভাই নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ। সহশিল্পীকে যথেষ্ট সম্মান দিয়ে কাজ করেন তিনি। অবশ্যই একজন গুণী অভিনেতা এবং নির্মাতা। তার মনটা অনেক বড়। যে কারণে তার সঙ্গে কাজ করার সময় তার প্রতি শ্রদ্ধা নিয়েই কাজটা করার চেষ্টা করি। দিপুর লেখা গল্পই মূলত আমাকে এই টেলিফিল্মে কাজ করার জন্য অনুপ্রেরণা পেয়েছি। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’ দিপু জানান, আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ প্রচার হবে। উল্লেখ্য ১৯৯৫ সালে দেওয়ান মোহাম্মদ হাবিবুর রহমান প্রযোজিত শেখ রিয়াজ উদ্দিন বাদশা পরিচালিত ‘আড়াল’ নাটকে তৌকীর আহমেদ ও মৌসুমী একসঙ্গে প্রথম অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ