Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের ৫ বছরের মাল্টিপল ভিসা দেবে ভারত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ৩:৩০ পিএম

বাংলাদেশের বয়স্ক নাগরিক ও মুক্তিযোদ্ধাদের মাল্টিপল ভিসা দেওয়া সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ও ভারত।

রোববার (১৫ জুলাই) সচিবালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ‘রিভাইস ট্রাভেল অ্যারেজমেন্টস-২০১৮’ শীর্ষক চুক্তি সই হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল সাংবাদিকদের এতথ্য জানান।

চুক্তিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী ও ভারতের পক্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি বিরাজ রাজ শর্মা নিজ নিজ পক্ষে সই করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভিসা সহজীকরণের জন্য আজকে একটি চুক্তি সই হয়েছে। যাদের বয়স ৬৫ বছর বা তার বেশি তারা ভিসার আবেদন করলে পাঁচবছরের মাল্টিপল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বয়স্ক নাগরিকরা চাইলে এই সুবিধা পাবেন।

মুক্তিযোদ্ধোরাও এমন ভিসা সুবিধা পাবেন জানিয়ে তিনি বলেন, দেশ মাতৃকার জন্য যারা যুদ্ধ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য ভারত একই ধরনের সুবিধা দিচ্ছে।

এছাড়া মেডিকেল ভিসা, স্টুডেন্টস ভিসা সহজ করার জন্য রাজনাথ সিং বলে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল।

তিনি বলেন, আমাদের দেশ থেকে প্রতিবছর বিভিন্ন কারণে এক কোটি মানুষ বিদেশে যান। এর মধ্যে কেবল ভারতেই যান ৩০ লাখ মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ