Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় দু’গ্রপের সংর্ঘষ নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার মাগুরা : | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০১ এএম


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে দুদল গ্রামবাসির সংঘর্ষে এখলাচ মোল্লা নামে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ ইলিয়াস হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলমিয়া ও ইমান আলী মেম্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিজমা বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে ফুলমিয়ার সমর্থকরা ইমান আলীর সমর্থক এখলাচ মোল্লার (৬০) বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে আহত করে। এ সময় সংঘর্ষে আহত আলী হোসেন (৩৬), আবুল কালাম (৩০), মরজিনা খাতুন (৩২) ও হাবিবুর রহমান কে আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এখলাচ মোল্লাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ