Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো উৎপাদন বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

যান্ত্রিক ক্রটির কারণে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। গত শুক্রবার রাতে কারখানার এ্যামোনিয়া প্লান্টের বয়লারের বিয়ারিং ভেঙে গেলে তাৎক্ষনিক বিকট শব্দ হয়ে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাস সঙ্কটের কারণে দীর্ঘ ১৪মাস বন্ধের পর গত জুলাই কারখানার উৎপাদন শুরু হয়।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ কামরান জানান, প্লান্টের ক্রটির কারণে কারখানার উৎপদন বন্ধ রয়েছে। কারখানা বন্ধের পর থেকে স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। কারখানা উৎপাদনে আসতে অন্তত ৫দিন সময় লাগবে। তবে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও কমান্ড এরিয়েভুক্ত জেলায় সার সরবরাহ স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, র্দীঘদিন কারখানা বন্ধ থাকলে কারখানার যন্ত্রাংশ মরিচা ধরে নষ্ট হয়ে যায়। এবং গ্যাস সরবরাহ শুরুর পর পুনরায় কারখানা চালু করতে যন্ত্রাংশ মেরামত শেষে উৎপাদন শুরু করতে র্দীঘদিন সময় লাগে। দীর্ঘদিন বন্ধ থাকলে কারখানার বিভিন্ন যন্ত্রাংশে ক্রটি থাকে এবং চালুর পর কারখানার নানা ক্রটি দেখা দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ