Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিস্টুলায় ভুগছেন ১৯ হাজার ৫০০ নারী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টারের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিএসএমএমইউ’র মিল্টন হলে এ ওয়েবসাইটটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যায়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া। এর আগে সকাল ১০টায় একই স্থানে ‘দ্যা সেফার সার্জারি ফর প্রিভেনশন অফ ফিমেল জেনিটাল ফিস্টুলা’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএসএআইডি-এর ডেপুটি ডিরেক্টর ড. জোসেফ মনিহিন, প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অবসটেট্রিকস এ্যন্ড গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. তৃপ্তি রাণী দাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি এ্যন্ড এশেনশিয়াল সার্জিক্যাল কেয়ার প্রোগ্রাম-এর কনসালটেন্ট কী বি পার্কসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, মহিলাজনিত ফিস্টুলা বাংলাদেশে একটি অন্যতম নারী স্বাস্থ্য সমস্যা। বাধাগ্রস্থ সন্তান প্রসবের ফলে এবং সময়মত পর্যাপ্ত চিকিৎসার অভাবে প্রসবজনিত ফিস্টুলা হয়ে থাকে। এছাড়া সিজারিয়ান সেকশন অপারেশন, জরায়ু অপসারনের অস্ত্রপচার ও ল্যাপারোস্কপিক অপারেশনের পরেও ফিস্টুলা হতে পারে। কোনো কোনো প্রসাবের সময় যোনীপথ ছিঁড়ে গিয়ে পায়ু পথের সঙ্গে মিশে যায়। এসব ক্ষেত্রে আক্রান্ত মহিলাদের সন্তান প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রসাব বা কখনো পায়খানা ঝরতে থাকে।
মূলত এ সমস্যাগুলো মোকাববেলার জন্য মহিলাজনিত ফিস্টুলা কর্মসূচীর আওতায় চিকিৎসা, প্রতিকার প্রতিরোধ ও প্রশিক্ষণের জন্য কাজ করছে বিএসএমএমইউ’র ফিস্টুলা সেন্টার। বাংলাদেশে এখনো প্রায় ১৯ হাজার ৫০০ নারী ফিস্টুলায় ভুগছেন। যারা খুবই অসহায় জীবন যাপন করেন। তবে জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে ফিস্টুলা নির্মূলের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সরকারও এ লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।
এ সময় আরো জানানো হয় যে, ইউএসএআইডি এর অর্থায়নে, আন্তর্জাতিক সংস্থা এনজেন্ডারহেলথ এর ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের সহযোগিতায় ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার প্রতিষ্ঠিত। যা বিএসএমএমইউ এর সি-বøকের ৮ম তলায় (লিফটের-৭) কেন্দ্রটি অবস্থিত। ফিস্টুলা থেকে মুক্তির লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী সংস্থা, পেশাজীবী সংগঠন, বেসরকারী সংস্থা, সংবাদ কর্মী, সুশীল সমাজ সবার সঙ্গে একযোগে সেবা দিচ্ছে এখানে। এই কেন্দ্রে ফিস্টুলা আক্রান্ত রোগীরা খুব সহজে সরাসরি ভর্তি ও চিকিৎসার সুযোগ পান। এখানে ভর্তি, চিকিৎসা অপারেশন ওষুধসহ আনুসাঙ্গিক সাপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি প্রসবজনিত ফিস্টুলা (ভিভিএফ ও আরভিএফ) অস্ত্রোপচারজনিত ফিস্টুলা (আয়াট্রোজেনিক ফিস্টুলা) ও প্রসবজনিত কারণে যোনীপথ ছিঁড়ে পায়ুপথের সঙ্গে একাকার হয়ে যাওয়া (কমপ্লিট পেরিনিয়াল টিয়ার) রোগীরাও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুযোগ লাভ করেন। চিকিৎসার খরচ ছাড়াও রোগী ও তার সঙ্গীর যাতায়াত খরচ প্রদান করা হয়ে থাকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ