পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ক্রমশ প্রচার প্রচারনায় ব্যাপকতা পাচ্ছে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে। মাঠে নেমেছেন জাতীয়, আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিতি ব্যক্তিত্ব রাজনীতিবিদ ও ধর্মীয় পীর মাশায়েখ। গণসংযোগ, পথসভায় অংশ নিয়ে ভোটের কথা বলছেন প্রার্থীদের পক্ষে তারা । এদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সিলেটে অবস্থান করছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা নিখোজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
গতকাল শনিবার সিসিক নির্বাচনে হাত পাখা প্রতীকের সমর্থনে দুপুর ২টায় সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে চরম কারচুপি ও অনিয়ম হয়েছে। এতে সরকারের ব্যর্থতা ও চরম স্বৈরাচারী মনোভাব ফুটে উঠেছে। নির্বাচন কারচুপি হলে শাহজালাল পূণ্যভূমিতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানদের দেশে নির্বাচনে ইসলামের পক্ষে প্রার্থী হাত পাখার বিজয় হওয়ার দাবি রাখে। প্রচলিত শাসন ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। শান্তি প্রতিষ্ঠার সিটি নির্বাচনে হাতপাখা মার্কায় দিন।
মহানগর সভাপতি নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিসিক মেয়র প্রার্থী সংগঠনের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মাওলানা সাঈদ আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম প্রমুখ।
আরিফের সাথে লুনার গণসংযোগ:
বিএনপি সমর্থিত প্রার্থী সদস্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে নগরীর ২২ নং ওয়ার্ডে উপশহরে গণসংযোগে অংশ নেন নিখোজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। এসময় তারা ভোটারদের বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই। জনগন সচতেন ও প্রতিরোধী মুখী। তারা বলেন, মহানগরের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে ছড়া খাল উদ্ধার পর্যন্ত যত উন্নয়ন হয়ে সব নতুন প্রজন্ম উপযোগী। এছাড়া সকালে নগরীর দরগামহল্লা, মীরেরময়দান, মাদ্রাসা মাঠের পশ্চিম এলাকায় গণসংযোগকালে
আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের জন্য কাজ করেছি বলেই জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে আমাকে। কিন্তু আল্লাহর রহমতে হযরত শাহজালালের এই পূণ্যভূমির ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণের দোয়ায় তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। ৩০ জুলাইয়ের নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করে লাভ নেই। সিলেটবাসী শান্তিপ্রিয় এবং উন্নয়নকামী। শান্তিপূর্ণভাবেই তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করবেন। গণসংযোগকালে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও নেজামী ইসলাম পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও মাহবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা আবুল কাশেম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
কামরানের গণসংযোগে ড. মোমিন ও জাকির:
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান গতকাল নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। একইভাবে তার পক্ষে গণসংযোগে অংশ নেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন। গতকাল সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে গণসংযোগকালে ড. মোমেন বলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা। ৩০ জুলাই বিপুল ভোটের মাধ্যমে নৌকা ও কামরনকে বিজয়ী করতে হবে। এছাড়া ড. মোমেন নগরীর ধোপাদিগিরপার, বন্দরবাজার এলাকায় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে নৌক মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক, সহ সভাপতি মিজানুর রহমান জোদ্দার, মোফাজ্জল হক শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা হক কনিকা প্রমুখ।
অপরদিকে, গতকাল দুপুর ১২টায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষে নগরীতে প্রচারণাকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এসময় তিনি বলেন সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ারকে আরো বেগবান করার লক্ষে মদন মোহন কলেজ ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান তিনি।
সিলেটে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে : ইসি
প্রার্থীর এজেন্টরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে তবে ১০০ভাগ নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দেওয়ার নিশ্চয়তা দিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, এতে করে সম্পূর্ণ সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেটে সিটি কর্পোরেশনে সার্বিক নির্বাচনী পরিস্থিতি অত্যন্ত সুন্দর। কোন রকম অনিয়ম নেই। স্বাধীনভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কোন বাধা-বিঘœতা সৃষ্টি করা হচ্ছে না। আর এটি অব্যাহত থাকবে ভোটের দিন পর্যন্ত। তবে এটি বাস্তবায়নে সকল প্রার্থীদের সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে সিলেটবাসীকেও। তিনি প্রার্থীদের নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আরোও বলেন, নির্বাচন কমিশন, জেলা ও পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। তারপরও প্রার্থীরা যে অভিযোগ-অনুযোগ জানাচ্ছেন তার একটিও থাকবে না তারপরেও যদি কোন প্রার্থীর কোনরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে আমাদেরকে লিখিতভাবে জানান। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যদি কোন কর্মকর্তা ব্যবস্থা না নেন তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ অংশ গ্রহনকারী প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া ও সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, নাগরিক কমিটি মনোনীত বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর ও হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের এবং সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল খালিক, রেজওয়ান আহমদ, সৈয়দ তৌফিকুল হাদি, নিলুফার সুলতানা চৌধুরী লিপি, পারুল মজুমদার, মখলিছুর রহমান কামরান, শামীমা স্বাধীন, শেখ তোফায়েল আহমদ সেপুল, ইব্রাহিম খান সাদেক, সেলিম আহমদ রনি, এমদাদ হোসেন চৌধুরী, লায়েক আহমদ চৌধুরী, রাজিক মিয়া, আফতাব হোসেন খান।
এদিকে, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা গত ৯ জুলাই মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকদের বিরুদ্ধে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকদের বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে বলছে ৩০ তারিখ পর্যন্ত তোমরা এলাকা ছেড়ে চলে যাও।’ বিএনপি নেতার ওই অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ হলে তিনি বলেন ‘সিলেটের ভোটাররা যেন ভোটকেন্দ্রে এসে ভোট দেয় এবং নির্ভয়ে ভোট দেয় সেই ব্যবস্থা করা হবে। আমার বিশ্বাস, যে ফোর্স আমরা মোতায়েন করছি, মোর দ্যান এনাফ (প্রয়োজনের চেয়ে বেশি)। আপনারা দেখবেন, নিরাপত্তার চাদরে আপনাদের এই সিলেটকে ঢেকে দিয়েছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।