পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবার আশা প্রকাশ করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন গণতন্ত্র এবং উন্নয়ন একে অপরের পরিপূরক। আর তাই গণতন্ত্রের সুরক্ষায় অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাষ্ট্র।
শনিবার বনানী সেতুভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠক কালে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।
বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের থেকে আরো ভালো হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচনই দেখতে চায়। এ জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও সবদলের অংশগ্রহণে নির্বাচন চায়।
গাজীপুর সিটি নির্বাচন প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বার্নিকাট বলেন, আমরা এ বিষয়ে সতর্ক। এ বিষয়ে সরকার অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে। আগামী তিন সিটি নির্বাচনে জনগন যাতে সুষ্ঠু ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।