বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা সদরের এম.পি গোলাম ফারুক প্রিন্স আজ ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র ও পাবনা জেলা পুলিশ লাইনস মাঠ পরিদর্শন করেন। ১৪ জুলাই ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ফার্স্ট কনক্রিট পোয়ারিং (এফসিডি), ঈশবরদী-ঢালারচর-পাবনা নতুন রেলওয়ে লাইন স্থাপন ও স্টেশনসহ পাবনা জেলার ৪৯টি প্রকল্প স্থাপনা উদ্বোধন করবেন এবং পাবনা পুলিশ লাইন মাঠে বিকালে এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর পাবনা সফরকে সাফল করতে সার্বক্ষণিক সকাল সন্ধ্যা তদারকি চালিয়ে যাচ্ছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী পাবনা-৪ আসনের এমপি ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবীর, পিপিএম ও সংশ্লিষ্ট ভূমি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ । প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাবনায় আগমন উপলক্ষে ইতোমধ্যেই বিভিন্ন জেলা থেকে পুলিশ, র্যাব পাবনায় এসেছে। এসএসএফ এবং তারা বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা জানিয়েছেন। উল্লেখ্য, ১৪ জুলাই শনিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ মেগা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার রাশান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিচভ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক দোহি হ্যান উপস্থিত থাকার কথা রয়েছে । গত বছর ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক প্রকল্পের চুল্লির (কংক্রিটের মূল স্থাপনা) নির্মাণের উদ্বোধন করেন। শনিবার ১৪ জুলাই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় চুল্লির ঢালাই ,ভিত্তি প্রস্তর স্থাপন করে উদ্বোধন করবেন। শনিবার প্রধানমন্ত্রীর পাবনায় আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পাবনা শহর ও ঈশ্বরদীর বিভিন্নস্থান বিলবোর্ড শোভা পাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।