Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্লাইল কেন বাংলাদেশের ভিসা পেলেন না প্রশ্ন মঈন খানের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

খালেদা জিয়ার আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইল কেন বাংলাদেশের ভিসি পেলেন না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, লর্ড কার্লাইল কেনো বাংলাদেশে আসতে পারলেন না? কেনো আজ পর্যন্ত তাকে বাংলাদেশের ভিসা দেওয়া হলো না? এই প্রশ্ন আজকে বাংলাদেশ সরকারের কাছে। একজন মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার যেমন অধিকার রয়েছে, তেমনি আইনী সেবা পাওয়ার অধিকার রয়েছে। এটা মৌলিক অধিকার। এটা সারাবিশ্বে স্বীকৃত, শুধু বাংলাদেশে নয়। গতকাল (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, যদি কাউকে কখনো কোন মামলায় কারাগারে যেতে হয়, কোন মামলায় অভিযুক্ত হতে হয়- যতক্ষণ পর্যন্ত না তিনি আইনী অধিকার চান ও আইন বিশেষজ্ঞ চান। আর সেই আইন বিশেষজ্ঞ তিনি যতক্ষণ পর্যন্ত না পান, ততক্ষণ পর্যন্ত তার বিচার শুরু করা যাবে না।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা (আওয়ামী লীগ) কী আপনাদের ইতিহাস ভুলে গেছেন? টমাস উইলিয়সকে আগরতলা মামলার আইনজীবী নিয়োগ করা হয়েছি। সেই দিন তিনি বাংলাদেশে এসে আওয়ামী লীগের নেতাদের পক্ষে ওকালতি করেন নাই? নিজের ইতিহাস যখন নিজে ভুলে যায়, তার ভবিষ্যৎ কিন্তু ভালো না!
কার্লাইলকে ভারতে আসতে দেয়া হয়নি সে বিষয়ে বিএনপির এই নেতা বলেন, লর্ড কার্লাইলকে ভারতে আসতে দিলো, কী দিলো না, সেটা নিয়ে আমি কোন বক্তব্য রাখবো না। এটা ভারত সরকারের বিষয়। আমরা জানি ভারতে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। তবে আমার ছোট একটি প্রশ্ন, তিনি কেনো বাংলাদেশে আসতে পারলেন না? লর্ড কার্লাইল কেনো বাংলাদেশের ভিসা পেলেন না? তাকে তো আমরা বেগম জিয়ার আইনজীবী হিসেবে নিয়োগ করেছি।
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে বাধ্য করা হবে জানিয়ে মঈন খান বলেন, আগামী নির্বাচনের আগে সরকারকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধ্য করা হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করা হবে। ইনশাআল্লাহ ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের ভোটে বেগম খালেদা জিয়া চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী মন্তব্য করে তিনি বলেন, আমি আওয়ামী লীগ নেতাদের সাথে একমত। আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি আন্দোলন করতে পারে না। আমরা আওয়ামীলীগের মত লগি বৈঠার আন্দোলন করতে পারি না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। তাই আমাদের আন্দোলন তাদের কাছে পছন্দ হবে না। তারপরও আমরা আপনাদের একটা চ্যালেঞ্জ করি। আসুন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যারাকে রেখে রাস্তায় নামুন, আমরাও আসি। দেখি কার আন্দোলন কত বেশি হয়। কারা আন্দোলনে টেকে সেটা রাজপথেই প্রমাণ হয়ে যাবে। আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করে দেখিয়ে দেব কিভাবে সরকার পতন করতে হয়। আয়োজক সংগঠনের সভাপতি ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান শতকত মাহমুদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ