Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রের জরিপ, কোটা সংস্কারের পক্ষে ৯৪ শতাংশ মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ২:৩৪ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারকে সমর্থন দিয়েছে দেশের ৯৪ শতাংশ মানুষ। বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রের ফেসবুক জরিপে এ ফলাফল ওঠে এসেছে। ‘আপনি কি মনে করেন সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার প্রয়োজন’ শীর্ষক জরিপটি চালানো হয় এ বছরের গত ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত। অধ্যয়ন কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ জরিফ চালানো হয়।
জরিপের ফলাফলে দেখা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার বিষয়ে ১১৭২জন ভোট দেয়। এতে ৯৪ শতাংশ মানুষ কোটা সংস্কারের পক্ষে মতামত দেয়।
আর ৬ শতাংশ কোটার বিপক্ষে মত দেয়। বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্রের সহকারি সমন্বয়ক মোহাইমনি লায়ছে স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র হলো (Center for Bangladesh Studies-CBS) ট্রাষ্ট আইনে নিবন্ধিত,অলাভজনক, স্বেচ্ছাসেবী গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশ অধ্যয়ন কেন্দ্র সংস্থাটি গবেষণা ও সংলাপ,নথিকরণ ও বহুশাস্ত্রীয় প্রদর্শনী, তথ্যচিত্র নির্মাণ,বক্তৃতা সিরিজ, আলোচনা-সেমিনার,সম্মেলন,সাময়িক পত্র-জার্নাল প্রকাশনা, বই-পুস্তক-পুস্তিকা প্রকাশনা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে।



 

Show all comments
  • Md Kamrul Hasan ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৬ পিএম says : 0
    good post
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ