Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরাকে জ্বালানি তেল উত্তোলনের নতুন রেকর্ড

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : জ্বালানি তেলের উত্তোলন বন্ধ করে দেয়ার বিষয়ে বৈঠকের কয়েকদিন আগে ইরাকে জ্বালানির উত্তোলন বেড়ে রেকর্ড ছাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইরাকে দৈনিক ৪৫ লাখ ব্যারেল জ্বালানি তেলের উত্তোলন হচ্ছে। অথচ গত মাসেও এ পরিমাণ ছিল দৈনিক ৪৪ লাখ ব্যারেল। জ্বালানি উত্তোলন বন্ধের পূর্বাভাসেই জ্বালানির উত্তোলন বাড়িয়েছে তেহরান। মার্চে দৈনিক ৩৮ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করেছে ইরাক। ফেব্রæয়ারিতে এ পরিমাণ ছিলো ৩২ লাখ ব্যারেল। বিশ্বের পঞ্চম বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল মজুদকারক দেশ পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর জ্বালানির উত্তোলন বাড়িয়েছে। জ্বালানির উত্তোলন বন্ধ করতে আগামী ১৭ই এপ্রিল কাতারে বৃহত্তম তেল উত্তোলক দেশগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকে জ্বালানি তেল উত্তোলনের নতুন রেকর্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ