বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর কারওয়ান বাজারের বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোল্ডস্টার ডিজাইন লিমিটেড নামের একটি পাশাক কারখানার শ্রমিকরা। গতকাল বেলা ১১টা থেকে তারা এ বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা রাস্তা থেকে সরে দাঁড়ান। তেজগাঁওয়ের ১২০ পূর্ব তেজতুরী বাজার এলাকায় এ কারখানাটি অবস্থিত।
আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, ঈদ শেষ হওয়ার এতদিন পরেও ঈদুল ফিতরের বোনাস দেয়া হয়নি। এছাড়া কোন নোটিস না দিয়ে হটাৎ করে কারখানাটি বন্ধ করে দেয়। এতে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছে। মালিকপক্ষ বেশ কয়েকবার আশ্বাস দিয়েও বকেয়া টাকা পরিশোধ করেনি। যার কারণে বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন শ্রমিকরা। তারা সব শ্রমিকের জন্য এক মাসের বেসিকের সমপরিমাণ টাকা দাবি করেন এবং একই সঙ্গে ঈদুল আযাহার বোনাসও দাবী করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।