Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুইটি কেন্দ্রে সিলেটে ইভিএম

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ৪:৪৯ পিএম

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দুইটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হেলালুদ্দীন আহমেদ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থী ও ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ থেকেই শুরু হয়েছে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনী প্রচারণা। সকাল ১০টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাদের সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। সিলেট সিটি নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন মো. আলিমুজ্জামান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ