Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায়

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চান সিঙ্গাপুরের ব্যবসায়ীরা। এ জন্য বাংলাদেশে ব্যবসার পরিবেশ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নিতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন বাংলাদেশে। সপ্তাহব্যাপী এ সফরে প্রতিনিধি দলটি ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী এবং সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার প্রতিনিধি দলটি বিডার সঙ্গে বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন বিডার পরিচালক তৌহিদুর রহমান খান। ওই দিন বিকেলে ‘বাংলাদেশ সিঙ্গাপুর বিজনেস ফোরাম’-এর আয়োজন করেছে এফবিসিসিআই।
জানা গেছে, এসবিএফ, দ্য সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসআইসিসিআই) এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডি চ্যাম) যৌথভাবে এ সফরের আয়োজন করেছে। ২৪টি বেসরকারি কোম্পানি ও দুটি সরকারি সংস্থার ৩৬ জনের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন এসবিএফ চেয়ারম্যান টেও সিওং সেং। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিডি চ্যামের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান, এসআইসিসিআইর ভাইস চেয়ারম্যান প্রসুন মুখার্জি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ