Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিভুজ প্রেমের নাটক টাইম ল্যাপস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

সম্প্রতি মাছরাঙ্গা টেলিভিশনের জন্য শেখ সেলিম নির্মাণ করলেন ত্রিভুজ প্রেমের বিশেষ দিবসের নাটক টাইম ল্যাপস। বিদুৎ রায়ের রচনায় নাটটিতে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া আফরিন মিম, পুষ্পিতা পপি, সাইকা আহমেদ ও স্বপ্না। অপূর্ব ও মিম এর আগে জুটি হয়ে কাজ করলেও অপূর্বের সঙ্গে চলচ্চিত্র অভিনেত্রেী পুষ্পিতা পপির এটি প্রথম কাজ। জারা ও পাভেল পরষ্পরকে ভালবাসে। পাভেলের মা জারাকে নিজের মেয়ের মতোই দেখে। একই গ্রামে তাদের বসবাস। হঠাৎ পাভেলের ঢাকায় আসার কথা শুনে চমকে ওঠে জারা। সে কান্নায় ভেঙ্গে পরে। পাভেল তাকে বোঝায় সে চাকরীর পরীক্ষা দিতে ঢাকাতে যাচ্ছে। পাভেল ঢাকায় গিয়ে ওঠে মায়ের ছোটবেলার এক বান্ধবীর বাসায়। সেখানে মায়ের বান্ধবীর মেয়ে নাশা’র সাথে মেলামেশা শুরু হতেই পাভেল বদলে যেতে শুরু করে। নাশার এক তরফা ভালবাসায় পাভেল নিজেকে ধরে রাখতে পারে না। এদিকে জারা প্রতি মুহূর্ত্বে পাভেলের খোঁজ নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। নাশাকে লুকাতে গিয়ে জারার ফোন রিসিভ করতে পারে না পাভেল। একদিন জারার সাথে লুকিয়ে কথা বলতে গেলে নাশার কন্ঠ শুনে যায় জারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ