Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ফ্রি সুন্নতে খতনা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে বাক্তা তরুন সমাজ কল্যান পরিষদ নামে একটি স্বেচ্ছসেবী সংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা ও ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট প্রদান করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে নতুন বাক্তারচর স্কুল এন্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন রতন, হাজী আবু তালেব মাদবর, হাজী ইনসান, অলিউল্লাহ, সিফাত চৌধুরী, সৌরভ গাজী, রফিকুল ইসলাম ও শাকিল মাসুদ প্রমুখ। এই সংগঠনের মাধ্যমে ২৫ জন অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের বিনা মূল্যে সুন্নাতে খাৎনা করানো হয়। এসব শিশুদের প্রত্যেককে একটি করে লুঙ্গি, গেঞ্জি ও পাঞ্জাবি দেয়া হয়। এছাড়া প্রতিটি শিশুকে ওষুধপত্রও প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ