Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নরসিংদী জেলা সংবাদদাতা : নরসিংদীর পলাশে বৈশাখী মেলা থেকে বাসায় ফেরার পথে দুই সন্তানের সামনে জহিরুল (৩২) এক দিনমজুরকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জহিরুল গালিমপুর গ্রামের শামসুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে ভিরিন্দা গ্রামের মেলা থেকে দুই ছেলেসহ রিকশাযোগে বাড়ি ফেরার পথে রিকশার গতিরোধ করে তাকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায়, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, দুই বছর পূর্বে দুর্বৃত্তরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জহিরুলের পিতাকেও হত্যা করে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ