Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ২টার দিকে উপজেলার মহারাজপুর ভূমি অফিসের পিছন থেকে এদের গ্রেফতার করে মুকসুদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-ফরিদপুর জেলার আলমগীর শেখ (৩৯), একই জেলার মধুখালী উপজেলার মনির মৃধা (৩০ ) ও গোপালগঞ্জ জেলার আসাদ মুন্সী (৩৬)। মুকসুদপুর থানার এস.আই মো. জহুরুল ইসলাম বলেন, ‘রাতে এলাকাবাসী জানান, বেশ কয়েকজন ডাকাত সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেখানে আমরা অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ