Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূলের সেবাই আসল জনসেবকের কাজ -শিল্পমন্ত্রী

ঝালকাঠি জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে জেলা পরিষদকে শক্তিশালী করার কাজে হাত দেন এবং তৃণমূল জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের আইন করেন। কারণ শেখ হাসিনা মনে করেন যারা তৃণমূলে জনসেবা করেন তারাই আসল জনসেবক এবং যারা তৃণমূলে দল করেন তারাই প্রকৃত।
গতকাল শনিবার দুপুর একটায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে জেলার উন্নয়ন কর্মকাÐের সমন্বয় করার জন্য জেলা গভর্নর সিস্টেম চালু করার দারপ্রান্তে পৌঁছেছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন জেলার সর্বময় ক্ষমতা থাকবে একজন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে। তখন বঙ্গবন্ধু আমাকে ঝালকাঠি জেলার গভণর্নর হিসেবে মনোনীত করেছিলেন। কিন্তু ৬৪ মহকুমাকে জেলায় রুপান্তর এবং জেলা গভর্নর সিস্টেম চালু করার আগেই ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে সে পরিকল্পনাকে ধ্বংস করে দেয়।
তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ বজলুল হক হারুন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ